আমাদের সম্পর্কে - Media and Information Literacy Initiative, Bangladesh

ইন্টারনেটে
নিরাপত্তা ও নিরাপদ ব্যবহার

অনলাইন কোর্স সম্পর্কিত তথ্যাবলি

কেন এই উদ্যোগ?

শিশুরাই আমাদের ভবিষ্যৎ। সারা পৃথিবীতে শিশুরা আজ অনলাইনে নানা ধরনের হুমকি, সাইবার বুলিইং ও নিরাপত্তাহীনতায় ভুগছে। বাংলাদেশের শিশুরাও এর বাইরে নয়। দেশের স্কুল পড়ুয়া নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য কোর্স সাজানো হয়েছে। শিশুরা যাতে অনলাইনে নিরাপদ থাকতে পারে, নিজেদের সুরক্ষিত করে, সে বিষয়ে তাদের জ্ঞান বৃদ্ধিতেই কোর্সটি তৈরি করা হয়েছে।

ইন্টারনেটের নিরাপদ ব্যবহার

একজন শিশু কিভাবে ইন্টারনেটকে ব্যবহার করবে, কিভাবে অনলাইনে সুরক্ষিত রাখবে নিজেকে, কোর্স সে বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। সহজ ভাবে শিশুর জন্য প্রস্তুত করা হয়েছে শিক্ষাসামগ্রী।

অনলাইনে শিশুর সুরক্ষা

অনলাইনে শিশুর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা ও কোর্সটি যাতে শিশুর জন্য কার্যকর হয়, সে বিষয়গুলো মাথায় রেখে কোর্সটি তৈরি হয়েছে। রাখা হয়েছে নানা রির্সোস ও পাঠ্য সহায়িকা।

শিশুর প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি

কোর্সটি করার পর যেন শিশুর তথ্য প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি পায়, অনলাইনে খুব সহজে যাতে শিশু জ্ঞান অর্জন করতে পারে, সে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। নেয়া হয়েছে বিশেষজ্ঞ মতামত ।

যদি না থাকি অনলাইনে নিরাপদ
জীবনে আসতে পারে বড় বিপদ!

কোর্স নির্দেশিকা

কোর্সে অংশগ্রহণ করতে পাশে দেয়া কোর্স নির্দেশিকাটি ভালো ভাবে পড়ুন।