সচরাচর জিজ্ঞাসা - Media and Information Literacy Initiative, Bangladesh

সচরাচর জিজ্ঞাসা

শিক্ষার্থী ও বাবা-মা, অভিভাবক এবং শিক্ষকদের জন্য

FAQ-MILI

শিক্ষার্থীদের জন্য

কোর্সটি সম্পন্ন করলে ইন্টারনেটের নিরাপত্তা এবং এর নিরাপদ ব্যবহার সম্পর্কে জানতে পারবে। এছাড়া কীভাবে তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবে, ফেসবুক বা ইন্সটাগ্রামে কোন তথ্য বিনিময় করবে, কোন তথ্য বিনিময় করবে না, নিজের গোপনীয়তা কীভাবে সুরক্ষিত রাখবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে পারবে।

কোর্সটি করতে https://milibd.com/student-registration/ এই লিংকে গিয়ে  রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় ফরমে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। কোর্সটিতে রেজিস্ট্রেশন সফল হলে কোর্সের পাঠ্যতালিকা ও রিসোর্সগুলো পড়তে হবে। সংযুক্ত ভিডিওগুলো দেখতে হবে। এছাড়া শুরু ও শেষে ক্যুইজে অংশ নিতে হবে। কোর্সটি সফলভাবে শেষ করলে সনদপত্র ডাউনলোডের লিংক পেয়ে যাবে। 

কোর্স করার সময় কোনো ধরনের সমস্যা হলে আমাদের ফেসবুক পেইজে জানাতে পারবে। এছাড়া ইমেইলে যোগাযোগ করা যাবে। 

কোর্সটি সফলভাবে শেষ করার পর অনলাইন সনদ ডাউনলোড করার অপশন চলে আসবে। সেখানে ক্লিক করলেই সনদ পেয়ে যাবে। 

কোর্সে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করে সেরাদের নির্বাচন করা হবে এবং পুরস্কার প্রদান করা হবে। মূল্যায়ন প্রক্রিয়ায় ক্যুইজ ছাড়াও অতিরিক্ত প্রশ্নমালা পূরণ ও টেলিফোন সাক্ষাৎকার অন্তর্ভুক্ত থাকতে পারে। বিজয়ী শিক্ষার্থীর স্কুলও পুরস্কারের জন্য নির্বাচিত হবে। এজন্য একই স্কুল থেকে একাধিক শিক্ষার্থীকে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করা যাচ্ছে।

অভিভাবক/ স্কুল শিক্ষকদের জন্য

ইন্টারনেটে নিরাপদ থাকা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারনেটের নিরাপদ ব্যবহার না জানলে ব্যবহারকারী বিশেষ করে শিশু-কিশোররা সাইবার বুলিইং থেকে শুরু করে নানা ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে। আমাদের ‘ইন্টারনেটে নিরাপত্তা ও নিরাপদ ব্যবহার’ কোর্সটি আপনার সন্তানকে অনলাইনে নিরাপদ থাকার নানা কৌশল শিখতে সাহায্য করবে।

কোর্সটি করলে ইন্টারনেটে নিরাপদ থাকার নানা কৌশল আয়ত্ব করার পাশাপাশি সাইবার বুলিইং প্রতিরোধে করনীয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সঠিক নিয়ম নীতি, কার্যকর পাসওয়ার্ড তৈরিসহ ইন্টারনেট নিরাপত্তার বিভিন্ন দিক সম্পর্কে অবগত হবে। 

প্রথমত কোর্সটি করার জন্য আপনার শিশুকে উৎসাহিত করতে পারেন। কোর্সের নিবন্ধন থেকে শুরু করে পুরো কোর্সে যাতে সে সহজে অংশ গ্রহণ করতে পারে, সে ব্যাপারে তাকে সহযোগিতা করতে পারেন। 

আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোর্সটি করার ব্যাপারে উৎসাহিত করতে পারেন। আমাদের ওয়েবসাইটের লিংকসহ অন্যান্য যোগাযোগের তথ্যাবলি শ্রেনীকক্ষে আপনার শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া শিক্ষার্থীর অভিভাবকদের কোর্স সম্পর্কে অবহিত করতে পারেন। 

নিরাপদ হোক ইন্টারনেট

চাই সচেতনতা

চাই জ্ঞান